ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল চলছে

প্রকাশিত: ০৪:২১ এএম, ১৯ অক্টোবর ২০১৬

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনী পাশের প্রতিবাদে সকাল থেকে বান্দরবানে চলছে ঢিলে-ঢালা হরতাল। হরতালের কারণে জেলা শহর থেকে দূর পাল্লার বাস চলাচল করেনি।  

তবে শহরের অভ্যন্তরে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। নৌ যোগাযোগ ছিল স্বাভাবিক। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ছিল খোলা।

এদিকে, দূর পাল্লার বাস চলাচল না করার কারণে পর্যটকসহ যাত্রীদের পোহতে হচ্ছে ভোগান্তি। মঙ্গলবার বিকেলে হরতালের সর্মথনে বান্দরবানে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদসহ পাঁচ সংগঠনকে জেলা শহরে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

সৈকত দাশ/এসএস/পিআর