সখীপুরে ১৩ লিটার মদসহ আটক ২
টাঙ্গাইলের সখীপুরে ১৩ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো-উপজেলার হাতিবান্ধা গ্রামের বড়চালা এলাকার স্বর্গীয় বিসম্বর বর্মণের ছেলে সখী বর্মণ (৫০) এবং একই এলাকার হীরালাল বর্মণের ছেলে ভবেন বর্মণ (৪৫)।
এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, বুধবার দুপুরে ১৩ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মিয়াকোর ওয়াশিং মেশিন কিনলেই ৪০ হাজার টাকার ১০ পণ্য ফ্রি
- ২ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ৩ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৪ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ৫ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’