চার শিশু হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ
হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার নির্ধারিত তারিখে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়। আগামী ২৪ ও ২৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
সাক্ষীরা হলেন- আব্দুল আহাদ, আফজল মিয়া তালুকদার ও এমরান। এসময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা থেকে মামলার সাক্ষী আব্দুল আহাদের অসামাপ্ত সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর অপর দুই সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মামলায় মোট ৫৯ জন সাক্ষী রয়েছেন।
বাদী পক্ষে ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও আসামি পক্ষে চৌধুরী আশরাফুল বারী নোমান মামলা পরিচালনা করছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের তাজেল মিয়া (৯), মনির মিয়া (৫), জাকারিয়া আহমেদ শুভ (৬) ও ইসমাইল হোসেন (১১)। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুরছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আব্দাল মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে তৎকালীন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এর মধ্যে আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, ভাতিজা সাহেদ ও হাবিবুর রহমান আরজু কারাগারে আটক। মামলায় পলাতক উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস