চিরনিদ্রায় সমাহিত প্রবীণ রাজনীতিবিদ অজয় রায়
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নন্দীপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা প্রবীণ রাজনীতিবিদ অজয় রায়।
মৃত্যুর পর গ্রামের বাড়িতে মাটির সঙ্গে মিশে থাকতে চেয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব। তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৫টা দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৪টার দিকে প্রগতিশীল রাজনীতির পুরাধা অজয় রায়ের মরদেহ এসে পৌঁছে কটিয়াদীতে। এরপর মরদেহ রাখা হয় তারই চাচা আনন্দ কিশোর রায়ের নামে প্রতিষ্ঠিত আনন্দ কিশোর রায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।
সেখানে একে একে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর ওয়াহাব আইনুদ্দিনসহ বিশিষ্টজনেরা।
এসময় বাংলাদেশ ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, অজয় রায়ের স্ত্রী জয়ন্তী রায়, ছেলে বিজ্ঞানি অমিতাভ রায়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান