ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় এক প্রার্থীর দৌড়ঝাপ শুরু

প্রকাশিত: ০৫:১৩ এএম, ২০ অক্টোবর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মাগুরায় একজন প্রার্থী দলীয় টিকিট পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। বর্তমানে তিনি প্রচার- প্রচারণা বাদ দিয়ে দলীয় সমর্থনের জন্য উচ্চ পর্যায়ে লবিংয়ের পাশাপাশি তৃর্ণমূলের সমর্থন লাভে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তিনি হলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম। ছাত্র জীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন।

এছাড়া তিনি ১৯৮৮ সালে বগিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। মাগুরা জেলা আইনজীবী সমিতিতে দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সৈয়দ শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি জেলা পরিষদ নির্বাচনে প্রশাসক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় উঠান বৈঠক, কর্মী সমাবেশসহ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।

Electionঅন্যদিকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলের একাধিক প্রার্থী অংশ নিলে সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা দ্বিধাবিভক্তসহ পড়বেন চরম বিপাকে। নেতা-কর্মীদের দাবি তৃর্ণমূলের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করতে হবে।

এ ব্যাপারে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ড জাগো নিউজকে জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। কাজেই একাধিক নেতা প্রার্থিতার ব্যাপারে আগ্রহ দেখাবেন এটাই স্বাভাবিক। তবে নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে কেন্দ্র থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে।

এসএস/আরআইপি