ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২০ অক্টোবর ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ভাঙন কবলিত এলাকা হওয়া সত্ত্বেও পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। অভিযোগ রয়েছে উপজেলার গোপালপুর ঘাট মালিকদের যোগসাজসে চরহরিরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান কে.এম.ওবায়দুল বারি দিপু ঘাটের সন্নিকটে পদ্মার চরে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে চলেছে দিনের পর দিন।

ড্রেজার ব্যাবসায়ী দিপু খান বলেন, ঘাট মালিকরা তাদের নৌযান চলাচলের সুবিধার্থে তার ড্রেজার দিয়ে মাটি কাটাচ্ছে।

এ বিষয়ে ঘাট মালিকদের সঙ্গে কথা হলে উক্ত ঘাটের অংশীদার বাবুল সিকদার বলেন, তারা নৌযান চলাচলের সুবিধার্থে পাশাপাশি তেল খরচ সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার অফিস থেকে মৌখিক অনুমতি নিয়ে ড্রেজার দিয়ে ডুবো চর কাটাচ্ছেন।

কিন্তু নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, নৌযান চলাচলের নাম করে চর কাটা বালু পাড়ে না ফেলে প্রতিদিন লাখ লাখ টাকায় বিক্রি করছে ড্রেজার মালিক। অবিলম্বে ড্রেজার মেশিনটি বন্ধের আবেদন জানিয়ে নদীপাড়ের মানুষ ১৬ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছে বলেও জানান তারা।

ওই এলাকার মানুষ অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ থেকে মাত্র ১কি.মি. দূরে অবস্থিত গোপালপুর ঘাটের পাশ থেকে দিনের পর দিন ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করলেও তা দেখছেনা সংশ্লিষ্ট প্রশাসন।

এমন বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোকসানা রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এটি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আর নদীর নাব্যতা রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে ড্রেজিং করলেও মাটি তীরে ফেলতে হবে বলেও তিনি জানান।

সরজমিনে নদী পাড় ঘুরে দেখা যায়, পাড় থেকে একটু দূরে ড্রেজার দিয়ে বালু উঠিয়ে অর্থের বিনিময়ে পাশের গ্রামের পুকুর ও নিচু ভূমি ভরাট করা হচ্ছে।

এলাকার মানুষ দুঃখ করে বলেন, নদী ভাঙন রক্ষায় সরকার যেখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেখানে একটি স্বার্থান্বেষী মহল ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলে বিক্রি করে অবৈধ অর্থ উপার্জনের মহোৎসবে মেতেছে।

এস.এম. তরুন/এফএ/এবিএস