টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে গামছা বাহিনী নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক।
তিনি লিখিত বক্তব্য বলেন, সম্প্রতি টাঙ্গাইলে গামছা বাহিনী নিয়ে একটি বেসরকারি টিভি চ্যালেন পরিকল্পিতভাবে এক তরফা গামছা বাহিনীর বিরুদ্ধে একটি সংবাদ প্রচার করে।
গামছা বাহিনী বলে যাদের উদ্দ্যেশ্য করে সংবাদ প্রচার করা হয়েছে তারা কেউ কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে জড়িত নন। তারা এক সময় কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী ছিলেন বর্তমানে তারা আওয়ামী লীগে যোগ দিয়ে সে দলের পক্ষে কাজ করছেন।
তিনি আরো বলেন, আমাদের দলে গামছা বাহিনীর কোনো অস্তিত্ব নেই, গামছা কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় প্রতীক। কৃষক শ্রমীক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
যেহেতু আমাদের দলের প্রতীক নিয়ে প্রচারিত সংবাদ প্রচারের কারণে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া অবান্তর নয়। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়, আপত্তিকর ও বেআইনী। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ওই টিভি চ্যালেন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান এবং সরকারকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক শ্রমীক জনতা লীগ টাঙ্গাইলে জেলা শাখার সদস্য সচিব হাসমত আলী। আরো উপস্থিত ছিলেন- আবুল হোমাইন মোল্লিক, এ এইচ এম আব্দুল হাই, হাবিবুর রহমান, বাবুল সিদ্দিকী, মনোয়ারা বেগম, মুন্নি আক্তার, ছাত্র আন্দোলন সভাপতি হাবিবুন নবী সোহেল প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মিয়াকোর ওয়াশিং মেশিন কিনলেই ৪০ হাজার টাকার ১০ পণ্য ফ্রি
- ২ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ৩ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৪ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ৫ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’