ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুরগি চুরিতে বাধা : বাড়িওয়ালাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২০ অক্টোবর ২০১৬

ফরিদপুরের নগরকান্দার ছোট-পাইককান্দি গ্রামে মুরগি চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় চোরেরা বাড়িওয়ালা ফিরোজ মোল্যাকে (৩৬) পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডেকিল কলেজ হাসপাতালে মারা যায়। সে ওই গ্রামের মোতাহার মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ফিরোজের বাড়ির মুরগির ঘর থেকে কয়েকটি মুরগি চুরি করে নিয়ে যায় একই গ্রামের ছোরাপ শেখের ছেলে মান্দার শেখ, ছিরু শেখের ছেলে হাসমত শেখ, হামের আলী শেখের ছেলে আহাদ শেখ, কুটি মিয়া শেখের ছেলে হায়দার শেখ ও আকরাম শেখসহ ৩/৪ জন বখাটে যুবক।

এ সময় ফিরোজ মোল্যা বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। ছোট-পাইককান্দি গ্রামের গফফার মোল্যার বাড়ির সামনের পুকুর পাড়ে যাওয়ার পর মুরগি চোররা ক্ষিপ্ত হয়ে ফিরোজকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

এ সময় ফিরোজের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। আশঙ্কাজনক অবস্থায় ফিরোজকে উদ্ধার করে রাতেই নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে বুধবার বিকালে ফিরোজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজের মৃত্যু হয়।

নগরকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো মামলা করেনি।  

এস.এম. তরুন/এসএস/এবিএস