ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙামাটিতে ছাত্রলীগের দু`গ্রুপের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৯:০৪ এএম, ২০ অক্টোবর ২০১৬

মতবিরোধের জেরে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- হাছান মুরাদ, নাজিম উদ্দিন, দীপংকর দে, সাব্বির রহমান ও নুরুন্নবী। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

BSL
 
প্রত্যক্ষদর্শীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, কলেজ মাঠে ছাত্রলীগের কিছু সংখ্যক শিক্ষার্থী অতর্কিত মারামারিতে জড়িয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে নিরাপদে পালিয়ে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা এবং সাধারণ সম্পাদক আহমদ ইমতিয়াজ রিয়াদ সমর্থিত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা জানান, দীর্ঘদিনের মতবিরোধের জের ধরে ছাত্র নন এমন নামধারী কিছু ছাত্র সাধারণ শিক্ষার্থীসহ আমাদের কয়েক কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে। হামলাকারীরা সাধারণ সম্পাদক রিয়াদের অনুসারী বহিরাগত।

সংঘর্ষের বিষয়টি স্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান, সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এবিএস