ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপুরে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৭ এএম, ২০ অক্টোবর ২০১৬

নেত্রকোনায় হোটেল কক্ষে গলাকেটে হত্যা করা বালু ব্যবসায়ী নূরুল ইসলাম (৩০) হত্যাকাণ্ডের মূল হোতা রনি ওরফে মুন্নাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।  

ঘটনার ৬ মাস পর দুর্গাপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ঢাকার শান্তিনগর এলাকার আবু সিদ্দিকের ছেলে বালু ব্যবসায়ী নুরুল ইসলাম ব্যবসা সংক্রান্ত কাজে গত ২৯ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমী সংলগ্ন বিচিত্রা গেস্ট হাউজে উঠে। এরপর ওই কক্ষ থেকে নুরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনার পর দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ মামলাটি তদন্ত করে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে রনি ওরফে মুন্না হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। হত্যাকাণ্ডের পরই রনি খুলনার মংলায় এলাকায় পালিয়ে যায়।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, অভিযান চালিয়ে বিরিশিরি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

কামাল হোসাইন/এএম/পিআর