ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বতীপুরে বালুচাপা পড়ে দুই ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ অক্টোবর ২০১৬

দিনাজপুরের পার্বতীপুরে নদীর বালুতে চাপা পড়ে মোছা. সুমাইয়া আকতার সোমা (১৬) ও মোছা. হামিদা বেগম (১৪) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত সুমাইয়া আকতার সোমা উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আত্রাই গ্রামের রেজাউল ইসলাম বাবুর মেয়ে ও নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। হামিদা বেগম একই এলাকার মো. হামিদুল আলমের মেয়ে এবং একই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহনেওয়াজ জানান, বিকেল ৩টায় বাড়ির পাশে করতোয়া নদীতে বান্ধবীদের সঙ্গে গোসল করতে যায় সুমাইয়া আকতার সোমা ও হামিদা বেগম। গোসলের একপর্যায়ে নদীতে বালু তোলার ফলে সৃষ্ট গর্তে তারা তলিয়ে যায়।

এসময় বান্ধবীরা তাদের উদ্ধার করতে গেলে গর্তের চার পাশের বালু সুমাইয়া আকতার সোমা এবং হামিদা বেগমের ওপর পড়লে তারা দুজন বালুতে চাপা পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে গিয়ে বিকেল সাড়ে ৪টায় তাদের মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর