৪৮ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি ধর্ষিত শিশুটির
কখন জ্ঞান ফিরবে, মা বলে ডাকবে এই আশায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একমাত্র মেয়ে শিশুর দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছেন মা রুপালী দাস। ঘটনার ৪৮ ঘণ্টা পরও জ্ঞান ফিরেনি শিশুটির। মেয়ের জ্ঞান না ফেরায় আতঙ্ক কাটছে না রুপালীসহ পরিবারের অন্য স্বজনদের।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরেরহাট এলাকার এক পিকআপ চালকের পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়। বুধবার দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে শিশুটির চাচা কামিনী দাসের সঙ্গে এ বিষয়ে কথা হয়। তিনি জানান, গত মঙ্গলবার বিকেলে মেয়েটি হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সকালে গ্রামের লোকজন একটি হলুদ খেত থেকে অজ্ঞান অবস্থায় শিশুটি উদ্ধার করে। এ সময় তার পরনের পোশাক রক্তমাখা ছিল। উদ্ধারের পর প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক বিকাশ মজুমদার বলেন, ধর্ষণের শিকার হয়েছে শিশুটি। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। তবে এখনো জ্ঞান ফেরেনি।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মেয়েটির জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিতু কবীর/এএম/এবিএস