ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিমলায় ফেয়ার প্রাইজের একজন ডিলার বাতিল

প্রকাশিত: ১১:৪২ এএম, ২১ অক্টোবর ২০১৬

নীলফামারীর ডিমলায় স্থান পরিবর্তন করে ১০ টাকা কেজির চাল বিক্রির অভিযোগে গয়াবাড়ী ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার ফুল কুমারের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

ফুল কুমার চাল বিক্রির করার জন্য চুক্তিনামায় সুটিবাড়ী বাজারে গোডাউন দেখালেও বাজার থেকে ৬ কিলোমিটার দূরে গয়াবাড়ী  ইউনিয়ন দক্ষিণ খড়িবাড়ী আরডিআরএস ফেডারেশনে চাল বিক্রি করেন।

বিষয়টির অভিযোগ উঠলে ঘটনাস্থলে গিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাগণ সত্যতা পেয়ে তার ডিলারশিপ বাতিল করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ নিয়ে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ডিমলার ৭টি ইউনিয়নের হতদরিদ্রদের তালিকা অনুমোদন করা হয়েছে। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন, সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উপজেলার ১০টি ইউনিয়নের ৩৪ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজির ১৭ হাজার ৮৯০ জন দরিদ্র ও হতদরিদ্র কার্ডধারী চাল পাবেন। ইতোমধ্যে ৩টি ইউনিয়নে অক্টোবর মাসের চাল বিক্রি করা হয়।

তালিকা সঠিকভাবে না দেয়ার কারণে ৭টি ইউনিয়নে চাল বিতরণ সম্ভব হয়ে উঠেনি। সঠিকভাবে চাল বিতরণ নিয়ে প্রশাসন দফায় দফায় সভা করেছে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ডিলারদের নিয়ে।

এ ঘটনায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, চলতি সপ্তাহে ৭টি ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হবে। চাল বিক্রিতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।
 
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন বলেন, গয়াবাড়ী ইউনিয়নের ডিলার ফুল কুমারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন ডিলার নিয়োগ করা হবে।  

জাহেদুল ইসলাম/এমএএস/এমএস