মহেশপুরে তিন মাস ধরে গৃহবধূ নিখোঁজ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের রুশনা খাতুন (২২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে প্রায় ৩ মাস নিখোঁজ রয়েছে। তার বাবার দাবি, তার স্বামী জামাল উদ্দীন তাকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে।
রুশনা একই জেলার হরিনাকুন্ডু উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের আমজাদ আলীর মেয়ে। রুশনার ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
রুশনার বাবা আমজাদ আলী জানান, ৬ বছর আগে মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের হযরত আলী ছেলে জামাল উদ্দীনের সঙ্গে রুশনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুশনাকে তার স্বামী নানাভাবে শারীরিক অত্যাচার ও নির্যাতন করতে থাকে।
সে কারণে মেয়ের সুখের জন্য তিনি বিভিন্ন সময়ে ৭৫ হাজার টাকাও দিয়েছেন। এর মধ্যে গত আগস্ট মাসের ১৫ তারিখে রুশনার স্বামী মোবাইলে রুশনার নিখোঁজ হওয়ার খবরটি জানায়। তারপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও রুশনাকে পাওয়া যায়নি।
এজন্য রুশনাকে হত্যা করা হয়েছে সন্দেহে মহেশপুর থানায় স্বামী জামাল উদ্দীন, দেবর জসিম, শ্বশুর হযরত আলী, শাশুড়ি লালভানু এবং নোনদায় উজ্জ্বলসহ ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে রুশনার দেবর জসিম উদ্দীন জানান, রুশনা আমার ভাবি। সে প্রায় তিন মাস যাবত হারিয়ে গেছে। এর বাইরে আমি কিছু জানি না।
মামলার তদন্ত কর্মকর্তা মহেশপুর থানার এসআই মাসুম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। যার নং ৩৩ঃ০৮/২০১৬। মামলার প্রধান আসামি জামাল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা