ফরিদপুরে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত
ফরিদপুরের ভাঙ্গার পৌরসদরের বিশ্বরোড মোড়ে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত এবং কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুর, ভাঙ্গা ও মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয় জনতা ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাতেই ঘটনাস্থল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা ও পৌর মেয়র পরিদর্শন করেছেন।
ভাঙ্গা ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শ্রীবাস রাড়ৈ জানান, প্রতিটি দোকানেই দাহ্য পদার্থ থাকার কারণে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। আর দোকানঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে জেলা সদর ও মুকসুদপুর থেকে আরো অতিরিক্ত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুনের কারণ এখনও জানা যায়নি।
বিশ্বরোড মোড় মেশিনারিজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিম খান জানান, জাকারিয়া অটো মেশিনারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রতিটি দোকানেই মবিল, ফার্নেস অয়েল, গ্রীস, বিভিন্ন যানবাহনের টায়ার ও যন্ত্রাংশ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনতার চেষ্টায়ও আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
এস.এম.তরুন/এসএস/এবিএস