মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে
বাগরহাটের মোল্লাহাটে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। ইন্টারনেটে ছড়িয়ে দেয়া ওই তরুণের বিরুদ্ধে তার প্রেমিকা নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে প্রেমিক তরুণ পলাতক রয়েছেন।
আসামি সবুজ সরদার (২২) একই উপজেলার বড়ঘাট কুলিয়া গ্রামের জসিম সরদারের ছেলে। তারা একই মাদরাসার ছাত্রী।
মেয়েটির অভিযোগ, সবুজ সরদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৭ ও ২৫ সেপ্টেম্বর সবুজ তাদের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ধারণ করে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেন।
মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টারনেটে ভিডিও চিত্রটি ছেড়ে দেয়ার বিষয়টি মেয়েটির পরিবারের নজরে আসে। এরপর গত বৃহস্পতিবার রাতে মেয়েটি বাদী হয়ে সবুজ সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) ধারায় মামলা করেন।
আসামি সবুজ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।
শওকত আলী বাবু/এআরএ/এবিএস