খাগড়াছড়িতে পিসিপির সাধারণ সম্পাদক গ্রেফতার
খাগড়াছড়ির পানছড়িতে ১৭ মামলার ওয়ারেন্টভুক্ত বিপুল চাকমা (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল পানছড়ির মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার বিপুল চাকমা পানছড়ির বুদ্ধরাম পাড়ার সুনয়ন চাকমার ছেলে এবং পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ-পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলা রয়েছে। তাকে খাগড়াছড়ির আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক