ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবা হত্যা : মানিকগঞ্জ থেকে ছেলে গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৩ অক্টোবর ২০১৬

ঢাকার কেরানীগঞ্জে বাবাকে গুলি করে হত্যার পর আত্মগোপনে থাকা তমিজ উদ্দিন (২৬) মানিকগঞ্জে গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের চান্দহর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তমিজ উদ্দিনের বিরুদ্ধে তার বাবা মমতাজ উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে কেরানীগঞ্জ থানায় মামলা রয়েছে। মামলার বাদী তমিজ উদ্দিনের মা। চলতি বছরের এপ্রিলে এই হত্যাকাণ্ডের পর থেকে তমিজ আত্মগোপনে ছিল।

হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তার বিরুদ্ধে সিংগাইর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এফএ/আরআইপি