মানবসেবায় উসমান গনির এসিল্যান্ড পুরস্কার লাভ
নাগরিক সেবায় বাংলাদেশের শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার লাভ করেছেন ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি।
ডিজিটাল ওয়ার্ল্ড- ২০১৬ এর সমাপনী দিনে শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মো. উসমান গনির হাতে পুরস্কার তুলে দেন। তথ্যপ্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
এছাড়া তার এ সফলতায় রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার তাকে সংবর্ধনা দেন।
কর্মক্ষেত্রে সৎ ও পরিচ্ছন্ন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে দেশবাসীর কাছে পরিচিতি লাভ করেছেন। তার এই পদক প্রাপ্তিতে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সাধুবাদ জানিয়েছেন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা