ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরমপন্থী দলের শীর্ষ নেতার মৃত্যু

প্রকাশিত: ১১:২৯ এএম, ২৩ অক্টোবর ২০১৬

টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল-লাল পতাকা) শীর্ষ নেতা আবু জাফর (৬০) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার দুপুর একটায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়। তিনি দুটি মামলায় ৩০ বছর করে ৬০ বছরের সাজাপ্রাপ্ত ও একটি হত্যা মামলায় বিচারাধীন ছিলেন।

জেলা কারাগারের পরিদর্শক রিতেশ চাকমা জানান, আবু জাফর শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি ২০০৪ সালের ৯ অক্টোবর থেকে কারাগারে ছিলেন। চাঁদাবাজি, হত্যাসহ বেশ কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মামলা ছিল।

আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি