ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাই লেকে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

রাঙামাটির কাপ্তাই লেক থেকে জামাল উদ্দিন (২৬) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের নতুন বাসস্টেশন সংলগ্ন শান্তিনগরের অদূরে লেক থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জামাল উদ্দিন ওই এলাকার আবদুল জলিলের ছেলে।

আবদুল জলিল জানান, সকাল থেকে জামালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৌরজিত বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/পিআর