ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে অজ্ঞাত রোগে শিশু আক্রান্ত

প্রকাশিত: ০৪:২২ এএম, ২৪ অক্টোবর ২০১৬

ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে  মাত্র তিন বছর বয়সী এক শিশু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। আজমীর হোসেন মহেশপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হাবিল হোসেনের ছেলে।

শিশুর মা আরজিনা খাতুন জানান, গত ৩ বছর ধরে আজমী এ অজ্ঞাত রোগে আক্রান্ত। ঝিনাইদহ, যশোরের তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়েও তাকে সুস্থ করতে পারেনি। ডাক্তাররা ঠিকমতো বলতে পারছে না, আসলে তার কি রোগ হয়েছে?

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নাসির উদ্দিন জানান, আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষার তেমন ব্যবস্থা নেই। তাকে যদি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তাহলে আসল রোগ ধরা পড়তে পারে।

দিনমজুর বাবা হাবিল হোসেন জানান, জন্মের ৪ দিন পর থেকে আজমীর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়। এরপর থেকে শরীরে ঘা শুরু হয়। সেই সময় প্রথমে তিনি ঝিনাইদহের ডা. অলোক কুমারের কাছে নিয়ে যায়। এরপর নিয়ে যান যশোরের শিশু বিশেষজ্ঞ ডা. গোলাম কিবরিয়ার কাছে। তারপর নিয়ে যান যশোরের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুর রহমানের কাছে। তিনিও চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে পারেনি।  

তিনি আরো জানান, আমি গরীব মানুষ। আমার অবস্থা নুন আনতে পান্তা ফুরানোর মতো। সমাজের কোনো বিত্তবান মানুষ যদি আমার ছেলেটার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতো তবে হয়ত আজমী সুস্থ হয়ে উঠতো।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস