ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু
ফাইল ছবি
সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যালয় সংলগ্ন পার্কিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত গৌতম গোলদার ভারতের চব্বিশ পরগনা এলাকার বাসিন্দা।
ভোমরা বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, গৌতম গোলদারের মরদেহ নিজেদের ট্রাকের পাশে পড়ে ছিল। সুরতহাল প্রস্তুতকালে এটি স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।
আকরামুল ইসলাম/এসএস/এমএস