মানিকগঞ্জে ৭০ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় মানিকগঞ্জের তিন উপজেলায় ৭০ জেলেকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যস্ত শিবালয়, দৌলতপুর ও হরিরামপুরে পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে শিবালয় উপজেলায় ৪৫ জন, হরিরামপুরে ১০ এবং দৌলতপুরে ১৫ জন জেলে আটক হয়। এসময় বেশ কিছু ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়। আটক জেলেরা মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদুপুর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দা।
বিকেলে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের জেল-জরিমানা করেন।
বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি