ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে জেএমবি সদস্য আটকের ঘটনায় ৪ মামলা

প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৫ অক্টোবর ২০১৬

বাগরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেমবির) ৪ সদস্য আটকের ঘটনায় চারটি মামলা হয়েছে।

এর আগে ভোরে কচুয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। এ সময় গোয়েন্দা পুলিশের এক দারোগাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

আটক ৪ জেএমবি সদস্যদের মধ্যে রয়েছে- বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল(২৬) এবং মিজানুর রহমান (২৫)।

আহতরা হলেন- কচুয়া থানার এসআই আসনার উদ্দিন ও কচুয়া থানার এক কনস্টেবল, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য কনস্টেবল আ. আজিজ, আব্দুল মুহিদ এবং মো. আজাদ । আহত পুলিশ সদস্যদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

এদিকে, ডিবি পুলিশের কর্মকর্তা ওসি গাজী ইকবাল হোসেন বাদী হয়ে অস্ত্র, বোমা ও নাশকতার অভিযোগে আটক চার জেএমবির সদস্যদের নামে ৩টি মামলা করেন। অন্যদিকে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় কচুয়া থানার এসআই আনসার উদ্দিন বাদী হয়ে অপর মামলাটি করেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান,  আটকদের বর্তমানে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেএমবি সদস্যদের নামে মামলার পর আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

শওকত আলী বাবু/এসএস/এমএস

আরও পড়ুন