ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পল্লী বিদ্যুতের কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৫ অক্টোবর ২০১৬

সারাদেশে পল্লী বিদ্যুৎ অফিসে গণহারে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকাল ১০টায় মহাসড়কের ফেনী পল্লী বিদ্যুৎ সদর দফতরের সামনে জেলা ও উপজেলার বিভিন্ন অফিসের দুই শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার এ অবরোধ ও মানববন্ধনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে শুয়ে, বসে আন্দোলন করেন।

আন্দোলনকারী গণছাঁটাইকৃত কর্মচারীদের পুনর্বহাল ও চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা ঘোষণা দেন। তারা বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী এই অন্দোলন কর্মসূচি চলবে বলে জানান।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে তারা বাগবিতণ্ডায় লিপ্ত হন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে যাবেন না বলেও জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দ্রুত ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহীনুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করে অবরোধকারীদের রাস্তার পাশে সরিয়ে আনেন। দীর্ঘ এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুনরায় যানচলাচল স্বাভাবিক হয়।  

জহিরুল হক মিলু/এএম/আরআইপি