ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজিবির উপর ভারতীয় চোরাকারবারিদের হামলা : কড়া প্রতিবাদ

প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৫ অক্টোবর ২০১৬

সাতক্ষীরায় বিজিবির উপর ভারতীয় চোরাকারবারিরা গত এক সপ্তাহে সাতবার ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়েছে। জেলার কাকডাঙ্গা ও মাদরা সীমান্তের বিপরীত থেকে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ করে ইট ছুড়ে হামলা চালায়। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ওমর ফারুক জানান, কাকডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যরা টহলে থাকে। অনেক সময় তারা স্পিডবোটেযোগে টহল দিয়ে থাকে। টহলের সময় কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের স্বরূপনগর থানার তারালি এলাকা থেকে সোনাই নদীর পাশ থেকে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ করে ইট ছুড়ে হামলা চালায়। গত চারদিনে চারবার হামলা চালিয়েছে তারা।

এদিকে, মাদরা কোম্পানি কমান্ডার হায়দার আলি জানান, মাদরা সীমান্তের বিপরীত থেকে ভারতীয় চোরাকারবারীরা তিনবার হামলা চালিয়েছে বিজিবি সদস্যদের লক্ষ করে।

এসব বিষয়ে ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জাগো নিউজকে জানান, বিষয়গুলো বিএএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো ও লিখিতভাবে ভারতীয় কোম্পানি কামান্ডার পর্যায়ে জানানো হয়েছে।

আকরামুল ইসলাম/বিএ