ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৬ অক্টোবর ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় বাচ্চু মিয়া (৩০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বাচ্চু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাইসাইকেলযোগে ঝিনাইদহ থেকে বাড়ি ফিরছিল বাচ্চু মিয়া। পথে চুটলিয়া মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে গুরুতর আহত হয় বাচ্চু মিয়া।

সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর