ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রচারণায় মুখর মহম্মদপুর

প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৬ অক্টোবর ২০১৬

আসন্ন ইউপি নির্বাচনে প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুর সদর। পোস্টার, ব্যানার, লিফলেটে ছেঁয়ে গেছে মহম্মদপুর এলাকার রাস্তা ঘাট, বিপণী বিতান ও পাড়া মহল্লার অলিগলি। পাশাপাশি প্রার্থীদের মাইক প্রচার চলছে সর্বত্র।

উঠান বৈঠক, গণ-সংযোগ, কর্মী সমাবেশসহ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন লাভের চেষ্টা করছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। চায়ের দোকানে নানা আলোচনা সমালোচনা চলছে এ নির্বাচন নিয়ে।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আবুল হোসেন মোল্যা, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মো. মিজানুর রহমান ও  জাতীয় পার্টি থেকে মো. আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া মো. ইকবাল আখতার ঘোড়া প্রতীক ও বর্তমান চেয়ারম্যান মো. আখতারুজ্জামান আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত ৪টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জাগো নিউজকে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, এ নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৪২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৩ জন ও নারী ভোটার ৯ হাজার ৩৪৮ জন। মোট ভোটকেন্দ্র ৯টি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০১৬ এ অনুষ্ঠিতব্য চতুর্থ পর্যায়ের নির্বাচনী তফসিল থেকে মাগুরার মহম্মদপুর উপজেলার ৬ নং মহম্মদপুর ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশকরণ প্রসঙ্গে ২০ এপ্রিল ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪০.১৬-১৯০ নং স্মারকে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট ডিভিশন নং ৩৫৫৪/২০১৬ এর বিগত ১১ এপ্রিল আদেশের তারিখ হতে তিন মাসের জন্য উল্লেখিত দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে ৭ মে অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর সদর ইউপির নির্বাচন স্থগিত হয়ে যায়।

আরাফাত হোসেন/এসএস/পিআর