জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহত
প্রতীকী ছবি
জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাফিন নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার দাদরা-জৈন্তিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাফিন জয়পুরহাট শহরের নতুন হাট-দেওয়ান পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, ৬টি হত্যাসহ প্রায় এক ডজন মামলা ও ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি শাফিন দীর্ঘদিন পলাতক ছিল।
জয়পুরহাট সদর উপজেলার দাদরা-জৈন্তিগ্রাম এলাকার একটি পেট্রল পাম্পের অদূরে নির্জন স্থানে শাফিন তার সশস্ত্র দলবল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শাফিন ও তার দল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই শাফিন নিহত হয়।এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
রাশেদুজ্জামান/এসএস/পিআর