স্কুলছাত্রীকে হামলাকারী যুবক গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার
ঝিনাইদহে ছাত্রীর উপর হামলাকারী যুবক লিটু হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের গণ্ডবিলাপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ উপ-শহর পাড়ায় স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি বখাটে লিটু হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের গণ্ডবিলাপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বখাটে লিটু হোসেন পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় লিটুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটুর কাছ থেকে তিনটা তাজা বোমা ও ছোরা উদ্ধার করেছে পুলিশ।
আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা