নীলফামারীতে সক্রিয় জেএমবি সদস্য গ্রেফতার
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক সক্রিয় জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা মাঝাপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গ্রেফতার জঙ্গি সদস্য নাশকতা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর নিজবাড়িতে এসে গোপনে অবস্থান করছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহজাহান পাশা।
জাহেদুল ইসলাম/এএম/এবিএস