দাফনের পাঁচ মাস পর ওঠানো হলো গৃহবধূর মরদেহ
নওগাঁর মান্দায় চার মাস ২৫ দিন পর রশিদা বিবি (৪২) নামে এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উত্তোলন করা হয়। নিহত রশিদা বিবি উপজেলার গোবিন্দপুর মাষ্টারপাড়া গ্রামের হবির উদ্দিন মন্ডলের স্ত্রী। বুধবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম উপস্থিত থেকে মরদেহটি উত্তোলন করেন। এরপর নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানা পুলিশের উপপরিদর্শক সিদ্দিকুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রশিদা বিবিকে হত্যার অভিযোগ এনে নিহতের মা কাফেজান বিবি গত ২৮ জুন নওগাঁ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানাকে নির্দেশ দেন।
তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান আবেদনের প্রেক্ষিতে মরদেহটি উত্তোলন ও ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, গত ৩১ মে গভীর রাতে বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে গৃহবধূ রশিদা বিবির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গায়ে ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও ঘটনাটি থানা পুলিশকে অবহিত না করেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে রশিদার মরদেহ দাফন করে।
এএম/এবিএস