ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে আবদুল মান্নান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, বিকেলে মান্নান সিএনজিচালিত অটোরিকশাযোগে কসবা উপজেলার সৈয়দাবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিলেন।
সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় পৌঁছালে তার অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন মান্নান। আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস