ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

নওগাঁয় মাদকাসক্ত ছেলে নয়ন কুমার দাসকে (২৮) পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা রঞ্জন কুমার দাস। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পার-নওগাঁ এলাকায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমারের হাতে ছেলেকে তুলে দেন বাবা রঞ্জন কুমার।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার দেবনাথ।

রঞ্জন কুমার দাস জানান, ১০-১২ বছর আগে প্রথম নয়নের মাদক সেবন করার লক্ষণ ধরা পড়ে। এরপর তিনি মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েন। ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করতেন তিনি।

তিনি বলেন, মাদকাসক্ত নয়নকে নিয়ে আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকতাম। বুধবার সকালে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে আমাকে তার মাকে এবং পরিবারের অন্য লোকজনকে মারধর ও পরিবারের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে সে।  

তিনি আরো বলেন, মাদকাসক্ত ছেলেকে সংশোধনের জন্য এর আগে প্রায় ১২-১৫ বার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু সে সংশোধন না হওয়ায় দুই বছর আগে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তখন ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। জেল খেটে বের আসার পরে নয়ন আবার মাদকাসক্ত হয়ে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার দেবনাথ জানান, নয়নের পরিবার ও এলাকাবাসীর কাছে মাদকাসক্তের ব্যাপারে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া নয়ন নিজেও আদালতের কাছে মাদক সেবনের কথা স্বীকার করায় মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আব্বাস আলী/এএম/আরআইপি