ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরণখোলায় চাল বিতরণে নানা অনিয়ম

প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

বাগেরহাটের শরণখোলায় ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৪টি ইউনিয়নের ৮ হাজার ৪৪১ জন ভুক্তভোগী রয়েছে। যাদের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা ওজনে কম দেয়া, অতিরিক্ত অর্থ আদায়, চাল কম দিয়ে কার্ডে ৩০ কেজি লিখে দেয়াসহ নানা অনিয়ম করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা।

ফলে চাল বিতরণের ক্ষেত্রে পুরোপুরি সুফল ভোগ করতে পারছে না উপজেলার অধিকাংশ হতদরিদ্র মানুষ। এছাড়া তালিকা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট মেম্বার ও চেয়ারম্যানদের বিরুদ্ধে দলীয়করণ ও বিত্তবানদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার উপজেলার মঠেরপাড়, দ্বীপচর, রাজৈর, তাফালবাড়ি, লাকুড়তলা রাজেশ্বরসহ একাধিক গ্রামের কয়েকজন হতদরিদ্র জানান, তালিকা তৈরির সময় স্থানীয় মেম্বারা নিজের পছন্দের লোকেদের নাম বেশি অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে বিত্তবানসহ তাদের ভাই-বোন ও বন্ধু-স্বজনদের নাম রয়েছে। এতে করে প্রকৃত হতদরিদ্ররা সরকারঘোষিত ১০ টাকা মূল্যের চাল পাওয়া থেকে বাদ পড়েছেন।  

উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ রশিদ আকন বলেন, ১০ টাকার চাল বিতরণে নানা অনিয়ম তো আছেই। পাশাপাশি ২০-২৫ হাজার নিয়ে জামায়াত-বিএনপির লোকদের ডিলারশিপ দেয়া হয়েছে। এতে করে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা দেবদুত রায় বলেন, হতদরিদ্রদের তালিকা তৈরিতে কিছু অনিয়ম হয়েছে। ইতোমধ্যে কিছু অভিযোগ পাওয়া গেছে। তবে ওজনে কম দেয়ার বিষয়টি জানা নেই। কোন ডিলার চাল কম দিলে এবং অতিরিক্ত অর্থ গ্রহণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শওকত আলী বাবু/এএম/পিআর