ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলের দায়ের কোপে আঙুল হারালেন ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

মাদকাসক্ত ছেলের দায়ের কোপে হাতের আঙুল হারালেন রফিকুল ইসলাম মঞ্জু (৬৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। এ ঘটনার পর থেকে ছেলে রেজানুজ্জামান সোহাগ (৪০) পলাতক।

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার স্বজন পুকুর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম মঞ্জু স্বজন পুকুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও জনতা ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী। তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত কেউ এই ঘটনায় কোনো অভিযোগ করতে থানায় আসেনি।

আহত রফিকুল ইসলাম মঞ্জুর ছোট ছেলে রায়হানুর ইসলাম সাগর জানান, তার বড় ভাই (হামলাকারী) রেজানুজ্জামান সোহাগ মাদকাসক্ত। ঘটনার দিন সকাল থেকে তার নেশার জন্য টাকার দাবি করে। কিন্তু টাকা না পাওয়ায় তিনি বাড়ির লোকজনকে বকাঝকা করেন। বিকেলে ফুলবাড়ি বাজারে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে রেজানুজ্জামান তার বাবার ওপর হামলা করে।

এ সময় রেজানুজ্জামান এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করলে তার বাবার শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এ সময় ডান হাতের দুটি আঙুল কাটা পড়ে।  

গুরুতর আহতাবস্থায় বাবা রফিকুল ইসলাম মঞ্জুকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এমদাদুল হক মিলন/এএম/পিআর