কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আটক ৫
ঝিনাইদহে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা ও মাদক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাছের আড়ৎ থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের বারোবাজার মাছের আড়তে অভিযান চালায় র্যাব।
এ সময় বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তার দুইভাইসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ককটেল, ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসায় করে আসছিল বলেও জানায় র্যাব।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা