ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা

প্রকাশিত: ০৫:১০ এএম, ২৮ অক্টোবর ২০১৬

শরীয়তপুরে বিএনপি প্রার্থী কামরুল ইসলাম ভূট্টু মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য হাইকোর্টে আপিল করেন বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম ভূট্টু মজুমদার। হঠাৎ করে নির্বাচন স্থগিত হওয়ার খবরে কতিপয় দুর্বৃত্তরা বর্তমান চেয়ারম্যান এবং বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, ২টি টেলিভিশন এবং বাড়ির আসবাপত্র লুট করে নিয়ে যায়।
 
এ হামলার শিকার বিএনপি প্রার্থী কামরুল ইসলাম ভূট্টু মজুমদার মোবাইল ফোনে জানান, এ ব্যাপারে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে জানিয়েছি। কিন্তু পুলিশ প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

আওয়ামী লীগ প্রার্থী মীর মো. মামুন বলেন, আমি ভূট্টু মজুমদারের বাড়িতে হামলার ঘটনাটি সকালে বাজারে এসে শুনলাম। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনা শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশনা আমরা পাইনি।

ছগির হোসেন/এফএ/পিআর