রোববার খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধ
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধান) আইন-২০১৬ বাতিলসহ ৩০ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠেয় ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রোববার (৩০ অক্টোবর) পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ে অধিকার আদায়ে আন্দোলনরত পাঁচ বাঙালি সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পাঁচ বাঙালি সংগঠনের যৌথসভা শেষে পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাড. মো. আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধান) আইন-২০১৬ অনুসারে ডাকা ৩০ অক্টোবরের কমিশন বৈঠক পাহাড়ে বসবাসরত বাঙালিদের জন্য হুমকি উল্লেখ করে ঐ বৈঠক বাতিলসহ ভূমি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গেল ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভোটিং সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন এবং ৯ আগস্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশের পর গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পাশ হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক