ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত সদস্য আটক

জেলা প্রতিনিধি | রাজবাড়ি | প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৯ অক্টোবর ২০১৬

রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সড়িষা ইউনিয়ন থেকে ১টি শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর (৩৫) ও সালমান শাহ (২৪) নামে দুই ডাকাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার রাত ৩টার দিকে পাংশা থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে উপজেলার সড়িষা ইউনিয়নের খামারডাঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাত জাহাঙ্গীর সড়িষা ইউনিয়নের কুটি মালিয়াট এলাকার আকাইয়ের ছেলে এবং ডাকাত সালমান শাহ একই এলাকার বাসিন্দা। পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাংশা থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সড়িষা ইউনিয়নের খামারডাঙ্গী এলাকা থেকে রাতে জাহাঙ্গীর ও সালমান শাহ নামে দুই ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

রুবেলুর রহমান/এএম/এমএস