দিনাজপুরে শিবির নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
দিনাজপুরে ওমর ফারুক নামের জামায়াত শিবিরের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার ঝানঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শিবির সদস্য ও জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ফারুক ঝানঝির গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ওসি জানান, গ্রেফতার হওয়া শিবির নেতাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/এমএস