সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভোট গ্রহণ চলছে
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ২৭টি পদের বিপরীতে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ এবং ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদ দুই প্যানেল থেকে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা অফিসার্স ক্লাবে এ ভোটগ্রহণ চলবে। ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ। পদাধিকার বলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন সভাপতির দায়িত্বপালন করছেন। তিনি সকালে তিনি ভোট প্রদান করে ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন।
সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে আশু-মেহেদী-মুজিবর-কবির-আনিচ পরিষদ ও ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের ব্যানারে জজ-বদরুল-ফিরোজ-নিজাম পরিষদ এই দুই প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪