ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় সেলুন মালিক খুন

প্রকাশিত: ১১:১২ এএম, ২৯ অক্টোবর ২০১৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খোরশেদ আলম (৩৫) নামে এক সেলুন মালিককে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার দমদমা গ্রামের মৃত আব্দুল পোদ্দারের ছেলে ও পন্ডিত পুকুর বাজারের সেলুন মালিক খোরশেদ আলম (৩৫) দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।

পরে শনিবার পন্ডিতপুকুর নাগরকান্দি রাস্তার পাশের বটগাছের নিচে পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পূর্ব শত্রুতার জের ধরে খোরশেদ আলমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআরএ/আরআইপি