বাজারের সম্পত্তি উদ্ধারের দাবিতে অবস্থান ধর্মঘট
নীলফামারীর ডিমলায় শটিবাড়ী বাজারের সম্পত্তি উদ্ধারের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে ব্যবসায়ীসহ এলাকাবাসী। রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনের প্রধান রাস্তায় বসে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।
আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন হাটের সরকারি সম্পত্তি উদ্ধার না করলে আগামী রোববার অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে ব্যবসায়ীদের স্বাক্ষরিত স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।
শটিবাড়ী বাজারের ৫ দশমিক ৪২ একর সম্পতির মধ্যে ৩ একর সম্পত্তি অবৈধ দখলকারীগণ দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। সেখানে তৈরি করা হয়েছে পাকা দালান ঘর, বিভিন্ন অবকাঠামো, বন্ধ করে দেয়া হয়েছে যাতায়াতের রাস্তা।
এদিকে বাজারের সম্পত্তি কম থাকার কারণে তোহা বাজার, গরুরহাট, কাচাবাজার বসানোর জায়গার চরম সঙ্কট দেখা দেয়। প্রতিনিয়ত রাস্তার দুই পাশে ও বিভিন্ন দোকানের সামনে এমনকি চলাচলের গলিতে কাচাবাজার দেয়ায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। বক্তাদের অভিযোগ প্রশাসনের নীরব ভূমিকার কারণে যত্রতত্র হাটের সম্পত্তি দেদারছে দখল করছে একটি প্রভাবশালী মহল।
অবস্থান ধর্মঘট কর্মসূচিতে মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টেপাখড়িবাড়ী আওয়ামী লীগ নেতা ময়নুল হক, ব্যবসায়ী আব্দুল বাতেন, মমিনুর রহমান, হাটের ইজারদার রাসেল সরকার, আনোয়ার হোসেন ও ইউপি সদস্য বাবর আলী প্রমুখ।
শটিবাড়ী বাজারের সরকারি জমি উদ্ধারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একত্বতা প্রকাশ করেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, শটিবাড়ী হাটের সরকারি সম্পতি উদ্ধারে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
জাহেদুল ইসলাম/এফএ/এমএস