রাঙ্গাবালীতে ১০ পরীক্ষার্থীকে নিয়ে ট্রলারডুবি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১০ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীকে নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বৈঠাভাঙা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়নের ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জেএসসি পরীক্ষার্থী ভাড়ায় চালিত ট্রলারযোগে রাঙ্গাবালী সদরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বৈঠাভাঙা নদীর কাছে গেলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নদীতে থাকা বেশ কয়েকটি ট্রলার দিয়ে সকল পরীক্ষার্থীকেই উদ্ধার করা হয়।
নদী থেকে উদ্ধার হওয়া জেএসসি পরীক্ষার্থী মোহাম্মাদ হৃদয় জানায়, ১ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু। এ কারণে রাঙ্গাবালী সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি গিয়ে থাকার জন্য আমরা শাহবুদ্দিন নামের এক ব্যক্তির ভাড়ায় চালিত ট্রলারযোগে রওনা দেই। কিন্তু হঠাৎ ঝড়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। অন্য ট্রলার দিয়ে আমাদের উদ্ধার করা হয়েছে। কিন্তু বই, এডমিট কার্ড, জামা-কাপড়সহ বিভিন্ন মালামাল ট্রলারের সঙ্গে তলিয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল বাকী জানান, ট্রলারডুবির কথা শুনেছি। ট্রলারে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো খোঁজখবর নিয়ে দেখছি।
এআরএ/এবিএস