কাশিল ইউপিতে ভোটগ্রহণ সোমবার
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫নং কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিজয়কে ঘিরে চলছে নানা রকমের প্রস্তুতি।
এছাড়া মনোনীত প্রার্থীকে জয়ী করতে চলছে সমর্থকদের নানা ধরনের চেষ্টা। ফলে এই ইউনিয়নের নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন কিনা এ নিয়েও সংশয়ে রয়েছেন সাধারণ ভোটাররা।তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সব শঙ্কা ছাড়িয়ে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত (মহিলা ) সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত বাসাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা রাজিক (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সাবেক জিএস, উপজেলা ছাত্রদলের সাবেক ও কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান মিয়া (ধানের শীষ)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন শামীম মাহমুদ (ঘোড়া), জাকির হোসেন (মোটরসাইকেল), সাইফুল ইসলাম চৌধুরী (আনারস), আলাল উদ্দিন (টেলিফোন), দেওয়ান শহীদুল ইসলাম তৌহিদুল (রজনীগন্ধা), মো. বারিকুল ইসলাম (টেবিল ফ্যান) ও খন্দকার লুৎফর রহমান (চশমা)।
জানা যায়, শেষ মুহূর্তে নিজ নিজ পদে জয়লাভের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে ও ভোট প্রার্থনাসহ নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। এছাড়াও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। হাট-বাজার চায়ের দোকান, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাচন নিয়ে চলছে আলোচনা।
কোন কোন কেন্দ্রের সাধারণ ভোটারদের অভিযোগ অনেক প্রার্থীই ক্ষমতার দাপটে বিভিন্ন কেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কাশিল ইউনিয়ন পরিদষ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। সম্পূর্ণ ঝুঁকিহীন ও শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ সম্পন্ন করতে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইউনিয়নের প্রতি কেন্দ্রে ৩ জন পুলিশ কর্মকর্তা, ১২ জন সদস্যসহ ১৪ জন আনসার থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের মোবাইল টিমসহ থাকবে বিজিবির টহল।
আরিফ উর রহমান টগর/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মিয়াকোর ওয়াশিং মেশিন কিনলেই ৪০ হাজার টাকার ১০ পণ্য ফ্রি
- ২ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ৩ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৪ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ৫ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’