হবিগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
হবিগঞ্জ জেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় নিমতলায় জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগের কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মালেক, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।
এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়াম্যান আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, অ্যাডভোকেট এম. আকবর হোসেন জিতু, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী জমিলা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, বাল্যবিবাহ দিয়ে একটি কন্যা সন্তানকে জবাই করা হয়। বাল্যবিবাহের কারণে কম বয়সে সন্তান গ্রহণ করায় ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। একপর্যায়ে তার মৃত্যুও ঘটে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা