দিনাজপুরের তিন ইউপিতে ভোটগ্রহণ সোমবার
ফাইল ছবি
দিনাজপুরের তিনটি উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ইউনিয়ন গুলো হচ্ছে বিরল উপজেলার ৮ নং ধর্মপুর, বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ও পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়ন।
দিনাজপুর জেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ৬ষ্ঠ দফায় মামলার কারণে স্থগিত থাকা নির্বাচন ৩১ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউপিতে বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম (ধানের শীষ), ইউপি আওয়ামী লীগের সভাপতি শ্রী সাবুল চন্দ্র সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. মানিরুল ইসলাম (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে কালিয়া চন্দ্র সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই ইউনিয়নে ৮ হাজার ৯৩৫ জন পুরুষ ও ৮ হাজার ৫০৪ জন নারী ভোটারসহ মোট ভোটার ১৭ হাজার ৪৩৯ জন ভোটার ৯টি কেন্দ্রে ৫৭টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন (নৌকা), বিএনপির তাসলিমুল আলম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মাজেদুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র আকরামুজ্জামান (আনারস) ও সুরেন্দ্র নাথ রায় (ঘোড়া)।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি কেন্দ্রে ১৯ হাজার ৭২২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে ৯ হাজার ৯৭৩ জন পুরুষ ও ৯ হাজার ৭৪৯ জন মহিলা ভোটার। ১১টির মধ্যে ৬টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচিত চেয়ারম্যান তাবার উদ্দীনের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ২ হাজার ৭৮৫ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে ১ হাজার ৪০০ জন পুরুষ ও ১ হাজার ৩৮৫ জন মহিলা। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, নুর মোহাম্মদ রাজা আওয়ামী লীগ (নৌকা), মো. হাসিবুর রশিদ রূপম বিএনপি (ধানের শীষ) এবং স্বতন্ত্র ২ প্রার্থী আব্দুর রশিদ (আনারস) ও সম্রাট আলম (ঘোড়া)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চতুর্থ দফা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। তারই প্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এমদাদুল হক মিলন/এএম/পিআর