ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপির ঝটিকা মিছিল, আটক ৮

প্রকাশিত: ০৩:৩৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এদিকে নাশকতার আশঙ্কায় বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সকালে শহরের আরাপুর বাসস্টান্ড থেকে জেলা বিএনপির ব্যানারে একটি মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তেল পাম্পে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে লোকমান হোসেন, মোস্তাক আহম্মেদ লালন, রাজ, ইকবাল আহমেদসহ নেতাকর্মীরা অংশ নেন।

জেলা পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে সদরে দুইজন বিএনপিকর্মী, শৈলকুপায় একজন, কালীগঞ্জে একজন বিএনপিকর্মী, হরিণাকুন্ডুতে একজন জামায়াতকর্মী ও মহেশপুরে দুইজন জামায়াতকর্মী রয়েছেন।

আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে তিনি জানান। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

বিএ/আরআইপি